ধসে পড়ল প্রাচীন পিরামিড

0



মেক্সিকোতে প্রাচীন উপজাতির তৈরি দুটি পিরামিড ধসে পড়েছে। এই পিরামিডে মানুষ বলি দেওয়া হতো। যে উপজাতি পিরামিডগুলো তৈরি করেছিল তাদের বংশধররা দাবি করেছে, তাদের বিশ্বাস অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে হয়ত বড় কোনো প্রাকৃতিক বিপর্যয় দেখা দিতে পারে। প্রচণ্ড শক্তিশালী ঝড়ে মূলত দুই জোড়া পিরামিডের দুটি ধসে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গত ৩০ জুলাই ‘ইয়াকোটা’ নামের এই পিরামিডের ছবি প্রকাশ করা হয়। এতে দেখা যায় একটি অংশ পুরোপুরি ধসে পড়েছে। এটি তৈরি করেছিল ‘পুরপেচা’ জনগোষ্ঠীর পূর্বপুরুষরা। তারা ছিল রক্তপিপাসু। এই জনগোষ্ঠীর মানুষ আজতেকসদের পরাজিত করেছিল। ইতিহাসবিদরা জানিয়েছেন, ‘পুরপেচা’ উপজাতির মানুষ এই পিরামিডে মানুষ বলিদানে ব্যবহার করত। তাদের বিশ্বাস ছিল তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেব কুরিকোয়েরি মানুষ বলিদানে খুশি হন। এই পিরামিডগুলো পাওয়া গিয়েছিল প্রত্নতাত্ত্বিক স্থান ইহুতজিও ও মিকোয়াকান রাজ্যে। ‘পুরপেচা’ উপজাতি আজতেকসদের হারানোর পর ৪০০ বছর ওই অঞ্চলে রাজত্ব করে। এরপর ১৫১৯ সালে স্পেনের আক্রমণে তাদের পরাজয় ঘটে। প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন, যেখানে এ পিরামিডগুলো অবস্থিত সেখানে কয়েকদিন আগে প্রচণ্ড গরম পড়েছিল। এ কারণে পিরামিডগুলোতে ফাটল দেখা দেয়। এরপর ভারী বর্ষণের ফলে এটি ধসে পড়ে। কী কী ক্ষতি হয়েছে এবং পিরামিডগুলো আবারও কীভাবে সংস্কার করা হবে সে ব্যাপারে কাজ চলছে।

 সূত্র: নিউইয়র্ক পোস্ট 

Post a Comment

0Comments
Post a Comment (0)