সাকিবের প্রশংসায় মুশতাক আহমেদ

0


 

ছবি: সংগৃহীত


সাকিবের প্রশংসায় মুশতাক আহমেদ 

বাংলাদেশে চলা আন্দোলনে ঘটে যাওয়া হত্যার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন অনেক ক্রিকেটার। আর এই অবস্থায় ক্রিকেটাররা যাতে মানসিকভাবে পিছিয়ে না পড়ে সেটা নিশ্চিত করতে নিজের কাজটা করে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।


বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ জানিয়েছেন, দলের মাঝে ইতিবাচক পরিবেশ বজায় রাখতে মনোবিদের ভূমিকায় কাজ করছেন সাকিব, শান্ত, মুশফিকরা।

মুশতাক  বলেন, ‘সবাই অনেক পরিণত। তারা মুখিয়ে আছে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচটি খেলার জন্য। এখানে প্লেয়াদের সঙ্গে ম্যানেজমেন্টের দারুণ সম্পর্ক রয়েছে। সাকিবের মত প্লেয়ার দারুণ ভূমিকা রাখছে। মুশফিক আছে এখানে শান্ত আছে। তারা সিনিয়র ক্রিকেটার হিসেবে দারুণ ইতিবাচক ভূমিকা রাখছে। সিরিজ খেলতে এসে এখানে ক্রিকেটেই সবার মনোযোগ রয়েছে। সবকিছু ঠিক আছে।

Post a Comment

0Comments
Post a Comment (0)