আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী কাল।

0

দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী কাল।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী বুধবার (১৪ আগস্ট)। এ উপলক্ষ্যে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবং তাঁরই প্রতিষ্ঠিত মাদরাসা খুলনার ঐতিহ্যবাহী দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে অনুরূপ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

জানা গেছে. জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মুসুল্লি পরিষদের উদ্যোগে বুধবার (১৪ আগস্ট) বিকেল ৪টা থেকে এশা পর্যন্ত আলোচনা ও দোয়া মাহফিল চলবে। এ ছাড়া একই দিন সকাল ১০টা থেকে বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ খুলনার উদ্যোগে তাঁরই প্রতিষ্ঠিত খুলনার ঐতিহ্যবাহী দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসা মিলনায়তনে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জীবন কর্মের উপর আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Post a Comment

0Comments
Post a Comment (0)