গত ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানদার আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয়জনকে আসামি করা হয়।
অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব মো. কুমার সরকার।
এছাড়া মামলায় অজ্ঞাতনামা বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সরকারি কর্মকর্তাকে আসামি করা হয়েছে বলে ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মোঃ মামুন মিয়া।
৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটাই প্রথম মামলা।
ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন মোহাম্মদপুরের বাসিন্দা ও নির্যাতিতার শুভাকাঙ্খী আমির হামজা শাতিল।
অভিযোগ শুনে বিচারক বলেন, আদালতে দাখিল করা নথিপত্র যাচাই-বাছাই করে পরদিন আদেশ দেওয়া হবে।
শাতিল তার অভিযোগে উল্লেখ করেন, গত ১৯ জুলাই বিকেল ৪টার দিকে কোটা আন্দোলনের সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালালে আবু সাঈদ নিহত হন।
আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পুলিশ নাগরিকদের ওপর গুলি চালায়।
অভিযোগকারী ভিকটিমের ঘনিষ্ঠ নন, তবে বাংলাদেশি নাগরিক হওয়ায় তিনি স্বেচ্ছায় মামলাটি করেছেন।
নিহতের পরিবারের সদস্যরা পঞ্চগড় জেলার বোদা উপজেলায় থাকেন। তিনি তার অভিযোগে বলেন, নিহতের মৃত্যুর ঘটনায় মামলা করার ক্ষমতা তাদের নেই।