কিছুদিন আগে ভারতীয় পণ্য বর্জনের হিড়িক পড়ে যায় দেশে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর আবারও সে রকম এক আভাস পাওয়া গেল অভিনেত্রী শবনম ফারিয়ার স্বরে। নাকি অন্য কোনো কারণে দেশি শাড়ি-কামিজ কেনার আহ্বান জানিয়েছেন এই তারকা?
দেশের অর্থনীতি এখন আশঙ্কাজনক অবস্থায়। এ রকম এক সময়ে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে নতুন অন্তর্র্বতী সরকার। দেশকে নতুন করে সাজাতে একত্রে কাজ করছে সর্বস্তরের জনগণ। সেকাজে সংহতি জানিয়েছেন শবনম ফারিয়া। সে কথা স্মরণ করিয়ে দিতে ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমরা সবাই জানি এবং খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যে, এই মুহূর্তে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না। যে কারণেই হোক, যেভাবেই হোক, আমরা ভালো অবস্থায় নেই!’
পরিবর্তনে একাত্ম হওয়ার আহ্বান জানিয়ে এই অভিনেত্রী লিখেছেন, ‘এই অবস্থার পরিবর্তন করতে আমরা যে যার জায়গা থেকে একটু চেষ্টা করতে পারি। খুব বড় কিছু যে হবে তা না, কিন্তু এটা একটা প্র্যাক্টিস। প্রথমেই দেশি পণ্য কেনা দিয়ে শুরু করি। আশপাশের দেশের শাড়ি, কামিজ ও অন্যান্য পণ্য বাদ দিয়ে নিজেদের পণ্য ব্যবহার শুরু করি।’
দেশি পণ্য উৎপাদনকারী উদ্যোক্তাদের উদ্দেশে ফারিয়া লিখেছেন, ‘যারা ব্যবসা করেন, আপনারা দয়া করে গলাকাটা বন্ধ করে জিনিসপত্রের দাম কমান, মান ভালো করেন। আমরা স্বাধীনভাবে থাকতে চেয়েছি, বাকস্বাধীনতা চেয়েছি এবং তা আবারও রক্তের বিনিময়ে পেয়েছি। এই অবস্থার পরিবর্তনেও আমাদের সবার এগিয়ে আসতে হবে।’
ফারিয়ার আহ্বানকে সাধুবাদ জানিয়েছেন বন্ধু ও অনুসারীদের অনেকে। তার ওই স্ট্যাটাসের মন্তব্য করে মাহফুজুল আলম লিখেছেন, ‘এক কথায় আমাদের ভারতনির্ভরতা কমিয়ে আনতে হবে, এবং দেশীয় পণ্য ব্যবহারে মনোযোগী হতে হবে। এবং দেশীয় পণ্যের মান আরও উন্নত করার দিকে মনোযোগ দেওয়া উচিত। তাহলেই অর্থনৈতিক অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে আশা করি।’
মেহেদি মাসুদ নামের এক অনুসারী অবশ্য ফারিয়াকে পাল্টা দেশিয় কসমেটিক ব্যবহারের আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘খুব খুশি হব আপনি যদি আজ থেকে দেশি কসমেটিকস ব্যবহার করতে শুরু করেন। ধরুন তিব্বত স্নো, কেয়া কসমেটিকস আরও কত কী। শুরু হোক আন্দোলন, আপনাকে দিয়ে!’
ফারিয়ার পোস্টে মন্তব্য করেছে দেশিয় একটি এফ কমার্স প্রতিষ্ঠান। ওই উদ্যোক্তা লিখেছেন, ‘আমিও চেষ্টা করি কম দামে কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ সবার ভালো সাড়া পেয়েছি। রিপিট কাস্টমার পাওয়া যায়। দেশ আমাদের সকলের, তাই সেইভাবে সবার চিন্তা করতে হবে।’
শনবম ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য়। সেখানে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তিনি। গত বছরের শেষদিকে মুক্তি পাওয়া সিরিজটি দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে। সরকারি অনুদানের সিনেমা ‘দেবী’তে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন এই তারকা।