কোটা সংস্কারের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে ক্ষমাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে দেশে ফিরতে হবে না বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আরব আমিরাত ৫৭ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাবে না। তাদেরকে সেখানেই কাজ করার সুযোগ দেয়া হবে। এছাড়া অন্যান্য দেশে আইনভঙ্গের কারণে যারা জেলে আছেন তাদেরকেও মুক্ত করার জন্য সরকার চেষ্টা করছে।